ফেরিতে চোখের সামনে মায়ের মৃত্যু দেখলো রিফাত (ভিডিও সহ)| Radioshohor

ফেরিতে চোখের সামনে মায়ের মৃত্যু দেখলো রিফাত (ভিডিও সহ)| Radioshohor



ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১-৩০ মিনিটের দিকে মাদারীপুর বাংলাবাজার ফেরিঘাটে । ফেরি ঘাটে ফিরতেই তারাহুরো করে মানুষ ফেরি ঘাট থেকে নেমে যেতে শুরু করে । একই সাথে ফেরি ঘাটে হাতের লাগেজ ব্যাগটা হাতে নিয়ে তরি হরি করে নেমে পড়ে রিফাত হোসেইন। কিন্তু নেমে যাওয়ার পর খুজে পায় না তার মাকে । অতঃপর আবারো ফেরিতে ফিরে এসে এদিক সেদিক খুজতে খুজতে অতঃপর তার মাকে খুজে পায় কিন্তু মৃত অবস্থায় । মা নিপা আক্তার (বয়স ৪৫) কে সাথে নিয়েই ঢাকা থেকে মাদারীপুর ফিরছিলেন মা আর ছেলে এক সাথে । 

আজ বুধবার মাদারীপুর বাংলাবাজার ফেরিঘাটে আরো ৫ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরো ৩০ জন এর বেশী মানুষ । উদ্ধার কর্মী তাদের সবাইকে উদ্ধার করে শীবচর সাস্থ্য কমপ্লেক্স এবং পাচ্চর রয়্যাল হাস্পাতালে ভর্তি করায় । 

রিপোর্টার - আবিদ 

নীচে রিফাত এর আহাজারীর ভিডিওটি দেয়া হলো 

(ভিডিওটি নেয়া হয়েছে জমিদার আব্দুল শের খান এর ফেইসবুক টাইমলাইন থেকে )




Post a Comment

أحدث أقدم