অসহায় ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ কর্মসূচি পালিত | Radioshohor

অসহায় ছিন্নমূল পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ কর্মসূচি পালিত | Radioshohor



কোভিড -১৯ মোকাবেলায় লক ডাউন পূর্বক কর্মহীন অসহায় মানুষ ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে  মানবিক সহায়তার  জন্য ত্রাণসামগ্রী ও ঈদের পোশাক বিতরণ করে বঙ্গবন্ধু গবরষণার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি । 

পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরনের সময় 

সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণার পরিষদের সম্মানিত সভাপতি ডা: খালেদ শওকত আলী । 

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জনাব মোজাফ্ফর হোসেন পল্টু।

 উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা: আরিফ যোবায়ের, প্রেসিডিয়াম মেম্বার সাংবাদিক সিরাজুৃল ইসলাম, আলী কবির শেরনিয়াবাদ, ডাঃ মোস্তফা জামান, রাসেদুল হাসান, অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সঙ্গীতশিল্পী ইবরার টিপু যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আসিফ,  সাংগঠনিক সম্পাদক রবিন রহমান, মুহাম্মদ সাগর  কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ রহমান দপ্তর সম্পাদক এস এম তারেক আহসান মিশু এবং  পথ শিশুদের মাঝে ঈদের পোশাক  বিতরণ অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক ডাঃ আরিফ যোবায়ের । 

সভাপতির বক্তব্যে ডা: খালেদ শওকত অালী বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ও ঈদের আনন্দ সবার সাথে ভাগভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বঙ্গবন্ধু গবেষণা পরিষদেরর সর্বস্তরের নেতাকর্মীগণ আপামর জনগণের পাশে থাকবেন । 

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আরিফ যোবায়ের  বলেন,  জননেত্রী শেখ হাসিনার নির্দেশে

করোনা পরিস্থিতির ভয়াবহ দুর্যোগের সময় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ  ত্রাণ, মাস্কসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম যেভাবে অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতায় আজ পথ শিশুদের মধ্য ঈদের পোষাক বিতরন কার্যক্রমের চালু করা হয়েছে যা ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে । 

রিপোর্টার - মহসীন 

Post a Comment

أحدث أقدم