আজ সন্ধ্যা ঠিক ৭ টায় রিলিজ হতে যাচ্ছে রেডিও শহরের অফিসিয়াল থিম সং | Radioshohor Music Video | Radio Shohor

আজ সন্ধ্যা ঠিক ৭ টায় রিলিজ হতে যাচ্ছে রেডিও শহরের অফিসিয়াল থিম সং | Radioshohor Music Video | Radio Shohor

  



ঈদ, ঈদ মানেই খুশি এবং এই খুশির দিনে প্রতিটি ঘরে ঘরে চলছে ঈদ উৎসব আর এই উৎসবকে মাথায় রেখেই দেশের অনেক অনেক টিভি চ্যানেল এ প্রচারিত হচ্ছে হরেক রকমের নাটক , মিউজিক ভিডিও ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান । আর রেডিও শহর ঠিক তেমনই একটি উদ্যোগ নিয়েছে। রেডিও শহরের শুরুটা ছিলো সামান্য একটা ফেইসবুক পেইজ এ লাইভ করার একটা ছোট্ট একটা প্ল্যান থেকে । আর সেই প্ল্যান থেকেই ধিরে ধিরে রেডিও শহরের ফেইসবুক পেইজ এ ঠিক এফ এম স্টাইলে লাইভ করা শুরু হলো । আর এই লাইভ শুরু হলো ৩টি নতুন সেগমেন্টকে ঘিরে । প্রথমেই ছিল সিটি অব হরর যা প্রথমেই প্লে করেছিলেন  রেডিও শহরের সিইও এবং রেডিওজকি জেফরী খান। এর পর থেকেই শুরু হয় ভালোবাসার ব্যাঞ্জনধ্বনি নামক একটা ভালোবাসার সেগমেন্ট। এর পর আরো একটি সেগমেন্ট শুরু হয় রেডিও শহরে নাম কবিতার শহর । আর আগামী সপ্তাহ থেকে নতুন সেগমেন্ট শুরু হতে যাচ্ছে নাম তার রহস্যের শহর । 
এই লাইভ সেগমেন্ট করতে করতে হটাত এ মাথায় প্ল্যান আসে রেডিও শহরের জন্য একটা থিম সং করার । রেডিও শহরের সিইও জেফরী ভাই পেশায় একজন ডিরেক্টর এবং গায়ক হওয়ার কারণে এই ব্যাপারটা ঘটিয়ে ফেলাটা খুব একটা বেশী কষ্টকর হয় নাই । থিম সংটার জন্য জেফরী ভাই প্রথমেই কথা বলেছিলেন এখনকার সময়ের তরুন এবং সবচেয়ে প্রতিভাবান গিতীকার গানওয়ালা আসিফ ভাই এর সংগে । আসিফ ভাই প্রথমেই যখন শুনেন যে রেডিও শহরের থিম সং করা হবে । তিনি খুব বেশী এক্সাইটেড ছিলেন। কারণ আসিফ ভাই হলেন রেডিও শহরের নামদাতা । তখন থেকে আসিফ ভাই এর সাথে খুব ক্লোজ সম্পর্ক ছিলো যখন থেকে রেডিও শহর তৈরীও হয় নাই । যাই হোক  আসিফ ভাই এর সাথে কথা বলা হলে তিনি মাত্র এক রাতের মধ্যেই ১ মিনিটের একটা থিম সং এর জিংগেল রেডি করে ফেলেন । এর পর জেফরী ভাই সরাসরী দেরী না করে সুর করে ফেলেন নিজেই । এর পর আর দেরী না করে করে বাংলাদেশের অন্যতম সেরা মিউজিসিয়ান এবং গান বাংলা চ্যানেল এর মিউজিক ডিরেক্টর ইমদিয়াজ মজুমদার বিবেক ভাই এর সাথে কথা বলে ফেলেন । বিবেক ভাই দুর্দান্ত মিউজিক করে দিলে জেফরী ভাই কন্ঠ দেন এবং এর পর জেফরী ভাই গানের মিক্স মাস্টার্ড নিজেই করে ফেলেন । এতক্ষন শুনলেন রেডিও শহরের থিম সং এর কথা । এবার আসি ভিডিও এর ব্যাপারে । 

থিম সং রেডি হওয়ার প্রায় ৪ মাস পর জেফরী ভাই প্ল্যান করেন এই গান্টার একটা ভিডিও বানাবেন। ঠিক যেমন কথা তেমনই কাজ , প্রথমে প্ল্যান ছিলো বাহির থেকে মডেল নিয়ে শুট করবেন কিন্তু জেফরী ভাই খুব বেশী মাত্রায় নিজের প্ল্যাটফর্মের ওপর ফোকাস করা মানুষ । তাই তিনি দেরি না করে নিজের টিম মেম্বার আরজে সানিয়া , আরজে শাহরিয়ার, শিশির মাহমুদ, তানভির এবং সাঞ্জিদ ফরাজীর সাথে কথা বলেন । সবাই রাজী হলে নির্দিষ্ট দিনে জেফরী ভাই নিজেই ক্যামেরা ধারন করে ভিডিওটি শূট করেন । এবং এর চেয়েও আরো বেশী অবাক বিষয় হলো ভিডিওটি ডিরেকশন, ক্যামেরা ওয়ার্ক এবং এডিটিং তিনি একা হাতেই করেছিলেন । 

এই ছিলো একটা লম্বা হিস্ট্রি রেডিও শহরের অফিসিয়াল থিম সং এর । আজ সন্ধ্যা ঠিক ৭ টার সময় রেডিও শহরের ফেইসবুক পেইজ থেকে এবং রেডিও শহরের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হবে। সবাই আশা করি সংগেই থাকবেন । 

রেডিও শহর প্রতিনিধি 

Post a Comment

Previous Post Next Post