কবিতা মানেই নতুন ভুবন আর যারা আবৃত্তি করেন তাদের জন্য কবিতা মানে হলো নিজের সন্তানের মত । আর এমনি কবিতা আবৃতির একটা ভিন্ন মাত্রা শো কবিতার শহর । যা হোস্ট করছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় RJ Shahriar । আর আজকে লাইভ হতে যাচ্ছে রেডিও শহরের কবিতার সেগমেন্ট যা ফেইসবুক পেইজ থেকে কবিতার শহরের চতুর্থ এপিসোড । এই ভিন্নধর্মী শো নিয়ে আরজে শাহরিয়ার বলেন" দেখুন আমার সব সময় কবিতার প্রতি ছিলো ভালোবাসা আর আমি নিজেও অনেক অনেক কবিতা লিখেছিলাম । ছোট বেলা থেকেই অনেক অনেক কবিতা পরতে ভালোবাসতাম আর সেই ভালোবাসা থেকেই কবিতা আবৃতি করতাম । আর এখন এই রেডিও শহরের মাধ্যমে আজ আমার নিজের একটা স্কিলকে ডেভেলপ করার সুযোগ পেয়েছি। সবাইকে বল্বো রেডিও শহরের নিয়মিত আয়োজন গুলো শুনবেন আপ্নারা অনেক অনেক বেশী উপভোগ করবেন কথা দিচ্ছি ।"
প্রতি শনিবার রাত ১১ টায় সম্প্রচার করা হয় রেডিও শহরের শনিবারের আয়োজন কবিতার শহর । সেগ্মেন্টটি শুনতে রেডিও শহরের অফিসিয়াল ফেইসবুক পেইজ এ লাইক করুন এবং সাথে থাকুন।
রেডিও শহর~ শহরে শহরে প্রতিধ্বনি
إرسال تعليق