করোনা ভাইরাস দিন দিন বেড়ে যাওয়ায় করোনা যেন দ্রুত না পাড়ে এজন্য করোনা সংক্রমন রোধে শনিবার থেকে সকাল বেলাতে শিমুলিয়া- বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল পুরোপুরী ভাবে বন্ধ ঘোষনা করা হয়েছে । তবে এ ঘোষনার সাথে এও বলা হয়েছে একই সাথে সন্ধ্যার পর থেকে সিমীত আকারে ফেরিচলাচল করবে এবং সেই সব ফেরি শুধু মাত্র বাইরে থেকে আসা গন পরিবহন এবং জরুরী প্রয়োজনে আসা অ্যাাম্বুলেন্স এবং জরুরী প্রয়োজনে আসা ওষূধ সরবরাহ কারী ভ্যান এবং পন্যপরিবাহী ট্রাক অন্তর্ভুক্ত থাকবে । হটাট এমন সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে চাইলে সুত্র অনুযায়ী জানা যায়, ঈদ এর কারণে যাত্রী এবং ফেরীর প্রচুর পরিমানে চাপ রয়েছে আর চাপ হওয়ার কারণে বারছে ফেরিঘাটে মানুষের ভয়ংকর ভীর, আর ভীরের কারণে করোনা সংক্রমন যেকোনো সময় বেড়ে যেতে পারে আর এজন্য করোনা যেন ছড়াতে না পাড়ে এজন্য শনিবার থেকেই এমন সিদ্ধান্তে উপনিত হয়েছে মন্ত্রনালয়। >
গত শুক্রবার ভয়ঙ্কর রকমের উপচে পড়া ভীর ছিলো ফেরিঘাটে । কারণ আসন্ন ঈদ এর কারণে অনেকেই বাড়ী ফিরছেন অনেকে ঢাকায় আসছেন আর ভির বাড়ছে। আর এজন্যই এমন সিদ্ধান্ত নেয়া । - রিপোর্টার - আবিদ
إرسال تعليق