অজানাকে জানতে চোখ রাখুন "রহস্যের শহরে" | Radio Shohor

অজানাকে জানতে চোখ রাখুন "রহস্যের শহরে" | Radio Shohor




রহস্য এমন একটা বিষয় যার সম্পর্কে জানতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না।  প্রতিটি মানুষই রহস্য পছন্দ করে। এই পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে রহস্যময় সব ফ্যাক্ট আর যার সমাধান কেউই কোনদিন করতে পারেনি । পৃথিবীর আদিযুগ থেকেই মানুষ রহস্যের পিছে ঘুরেছে বের করেছে নানান অজানা সত্য যা লুকায়িত ছিলো কোটি কোটি বছর ধরে আবার একই সাথে সমাধান করতে পারেনি সেই সব রহস্যের সমাধান যেসব মানুষের ধরা ছোয়ার বাইরেই থেকে গেছে সব সময় । পৃথিবীর আদি যুগ থেকেই সবচেয়ে বড় প্রশ্ন মানুষের মাথার ভেতরে ঘোরপাক করেছিলো যে মানুষ এলো কোথা থেকে আবার কোথায় চলে যাচ্ছে । আরো প্রশ্ন এসেছিলো মানূষের আগে এই পৃথিবীতে কি হয়েছিলো, কারা ছিলো কেনই বা ছিলো তাদের চাওয়া পাওয়া কি ছিলো । এসব চিন্তা থেকেই ধিরে ধিরে মানুষ আধুনিক হয়ে ওঠে আর আধুনিক জগতে তৈরি হয় আরো অনেক অনেক প্রশ্ন যার উত্তর সারাজীবন খুজে বেড়ায় মানুষ কিন্তু কখনোই খুজে পায় না । যেমন বলা যেতে পারে আজ থেকে ১০০ বছর আগেই মানুষ চিন্তা করেছিলো টাইমট্রাভেল নিয়ে, সাইন্টিস্ট আলবার্ট আইনেস্টাইন এর থিওরি অব রিলেটিভিটি ছিলো সবচেয়ে বড় একটা রহস্যময় থিওরি । যার ওপর ভিত্তি করে অনেক অনেক সূত্র বের হয়েছিলো যে মানুষ কিভাবে টাইমট্রাভেল করতে পারবে। কিন্তু এই টাইমট্রাভেল আজো এক অজানা রহস্য হিসেবেই থেকে গেছে মানূষের কাছে । এর পর মানুষ আরো আধুনিক হয়েছে । এখনকার সময়ের সবচেয়ে রহস্যময় ফ্যাক্ট হলো এআই প্রযুক্তি । অনেকেরই ধারনা এই এআই প্রযুক্তি যদি অতিমাত্রায় চলে যায় আর এআই কে যদি মানুষ বিবেক বোধ দিয়ে দেয় তাহলে হয়তো একটা সময় পৃথিবীতে শুধু থাকবে রোবট । আর মানুষ হয়ে যাবে সেসব রোবট এর গোলাম । কি খুব অবাক হলেন তাই না ?  

আর এধরনেরই অবাক করা বিষয় আর ফ্যাক্ট নিয়ে নির্মিত রেডিও শহরের নতুন আয়োজন রহস্যের শহর । যা সম্প্রচারিত হতে যাচ্ছে প্রতি বুধবার রাত ১১টায় শুধু মাত্র রেডিও শহরের ফেইসবুক পেইজ । রেডিও শহরের নতুন এই আয়োজনে আরজে হিসেবে থাকছেন RJ Jeffrey . যিনি এই নিজেই রেডিও শহরের চেয়ারমেন এবং একই সাথে তিনি আরজে ও তিনি এখন একই সাথে   রেডিও শহরের শুক্রবারের হরর আয়োজন সিটি অব হরর হোস্ট করছেন। এই রহস্যের শহর নিয়ে তার কাছ থেকে কিছু কথা শোনা যাক , "দেখুন আমি একটা সহজ কথা বলতে চাই আর তা হলো রেডিও শহর ধিরে ধিরে যেভাবে এগিয়ে যাচ্ছে মানুষের ভালোবাসা পেয়ে । এখানে বলাই বাহুল্য যে আমাদের এই নতুন সেগমেন্টটাও মানুষ অনেক পছন্দ করবেন। এই সেগমেন্ট এ আমাদের প্রিয় ফ্যান এবং ফলোয়াররা একই সাথে পাবে রহস্যের গন্ধ এবং একই সাথে পাবে অজানা সব তথ্য যা তারা আগে পায়নি এবং আমি চাই মানুষ অজানাকে জানুক। এমন কিছু জানুক যা তারা আগে কখনো জানতেন না । আর আমি হরফ করে বলতে পারি মানুষ এই সেগমেন্টটাকে অনেক পছন্দ করবেন । এখানে একই সাথে মানুষ পাবে রহস্যময় সব তথ্য আর একই সাথে পাবে সেই সব তথ্যের সমাধান করার জণ্য এক একটা কুইজ । আর আমি এই সেগমেন্ট টা অনেকটাই স্পেশাল ভাবে বানিয়েছি । কারণ এই সেগমেন্ট টা খুবই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট । আমরা সচারচর সেগমেন্ট গুলিতে শুধু ছবি দেখি । আর অডিও শুনি । কিন্তু আমি এই সেগমেন্টটাতে রাখছি একই সাথে ভিডিও এবং অডিও এবং সেটা হতে যাচ্ছে একদম লাইভ এ । সো বলা যেতেই পারে যে এই সেগমেন্টটি সবার জন্যই একটা নতুন কিছু নিয়ে আস্তে যাচ্ছে । কিন্তু হ্যা এই সেগমেন্টির ডিউরেশন খুব শর্ট থাকছে । এটা ৩০ মিনিটের একটা সেগমেন্ট হতে যাচ্ছে। এবং একটি এপিসোড এ একটি বিষয়ের ওপরেই মানুষকে ধারনার দেয়ার চেষ্টা করবো আমি । আশা করি মানুষের অনেক ভালো লাগবে । -নিজস্ব প্রতিবেদক 

Post a Comment

নবীনতর পূর্বতন