আর কিছু দিন পর ঈদ আর ঈদকে সামনে রেখেই গনপরিবহন চালু করার কথা ভাবছে বাংলাদেশ সরকার জানিয়েছেন আওয়ামীলিগ এর সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের।
এছাড়া আন্দল বিক্ষোভ এ না গিয়ে ধৈর্য ধরার কথা বলেছেন ওবাইদুল কাদের । আজ সকাল এ প্রেস ব্রিফিং এ সরকার এই কথা জানান বলে জানা যায় ।
করোনাভাইরাস সংক্রমণ হটাট করে বেড়ে যাওয়াতে গত ৫ এপ্রিল লকডাউন শুরুর পরপরই বন্ধ হয়ে যায় সকল প্রকার গনপরিবহন । সেই লকডাউন কয়েক দফায় ১ সপ্তাহ বাড়ানো হয়েছে । সর্বশেষ ৫মে পর্যন্ত এই লকডাউন বর্ধিত হয়েছে।
রিপোর্টার - আপ্পন
إرسال تعليق