১ দিনেই বাজিমাত । ৪২ লক্ষ ভিউ প্রথম দিনেই | Radhe-Media-News| Radioshohor

১ দিনেই বাজিমাত । ৪২ লক্ষ ভিউ প্রথম দিনেই | Radhe-Media-News| Radioshohor


 

সদ্য মুক্তি পাওয়া ছবি রাধেঃ ইওর মোস্ট ওয়ান্টেড ভাই । আর প্রথম দিনেই ছবিটি গড়েছে ভিউ এর রেকর্ড । প্রথম দিনেই ছবিটি ৪২ লক্ষ বার দেখা হয়েছে । ঈদ উপলক্ষে ছবিটি অনলাইন এ মুক্তি দেয়া হয়েছিলো । আর এই ছবিটিই প্রথম ছবি সালমান খানের যা প্রথমেই সিনেমা হল এ মুক্তি না দিয়ে সরাসরি লাইভ স্ট্রিমিং এ মুক্তি দেয়া হয়েছিলো । 

এই ছবির রিলিজ এর পর পরি সফল হওয়ার কারণে সালমান খান তার ভ্যারিফাইড টুইটার এ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলেন , "শুভ ঈদ উপলক্ষে E1 এর পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথম দিন রাধাকে সর্বাধিক দেখা চলচ্চিত্র বানিয়ে দুর্দান্ত রিটার্ন গিফ্টের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ।"


রাধে সিনেমাটি মুক্তির পরপরই অনলাইন এ রিতিমত ঝড় তৈরি হয় । এতো বেশী মানুষ অনলাইন এ সিনেমাটি দেখতে প্রবেশ করেছিলো যে রিতিমত সার্ভার ক্রাশ করেছিলো । তবে পড়ে খুব দ্রুততার সাথেই এই সমস্যার সমাধান করা হয় । ছবি মুক্তির আগে এক সাক্ষাতকারে সালমান খান জানিয়েছিলেন , "রাধে সিনেমাটি আমাদের মুনাফা দিবেনা । তবু আমরা ভক্তদের কথা মাথায় রেখে এবং ভয়াল এই মহামারীর কথা মাথায় রেখে আমরা অনলাইন এ মুক্তি দিচ্ছি। আমি চাই না কেউ এই মহামারীর মধ্যে হল এ সিনেমা দেখুক। আমি চাই সবাই ঘড়ে বসে সিনেমাটি দেখুক। আমি চাইনা কেউ বলুক সালমান খানের সিনেমা দেখতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছি।"  

Post a Comment

নবীনতর পূর্বতন