Wishing ev1 a v Happy Eid. Thank u all for the wonderful return gift by making Radhe the most watched film on day 1. The film industry would not survive without your love n support. Thank u 🙏 pic.twitter.com/StP48A9NPq
— Salman Khan (@BeingSalmanKhan) May 14, 2021
রাধে সিনেমাটি মুক্তির পরপরই অনলাইন এ রিতিমত ঝড় তৈরি হয় । এতো বেশী মানুষ অনলাইন এ সিনেমাটি দেখতে প্রবেশ করেছিলো যে রিতিমত সার্ভার ক্রাশ করেছিলো । তবে পড়ে খুব দ্রুততার সাথেই এই সমস্যার সমাধান করা হয় । ছবি মুক্তির আগে এক সাক্ষাতকারে সালমান খান জানিয়েছিলেন , "রাধে সিনেমাটি আমাদের মুনাফা দিবেনা । তবু আমরা ভক্তদের কথা মাথায় রেখে এবং ভয়াল এই মহামারীর কথা মাথায় রেখে আমরা অনলাইন এ মুক্তি দিচ্ছি। আমি চাই না কেউ এই মহামারীর মধ্যে হল এ সিনেমা দেখুক। আমি চাই সবাই ঘড়ে বসে সিনেমাটি দেখুক। আমি চাইনা কেউ বলুক সালমান খানের সিনেমা দেখতে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছি।"
একটি মন্তব্য পোস্ট করুন