বিচ্ছেদ হয়ে গেলো বিল গেটস দম্পতির | Global News | Radio Shohor

বিচ্ছেদ হয়ে গেলো বিল গেটস দম্পতির | Global News | Radio Shohor

 

(বিলগেটস দম্পতিঃ বামে মেলিন্ডা এবং ডানে বিল গেটস)

গোটা পৃথিবীর সবচেয়ে ধনী পরিবার বিল গেটস এবং মেলিন্ডা গত ২৭ বছর ধরে সংসার করে অবশেষ তাদের দাম্পত্য জীবনের ইতি টানলেন। অনেক শ্যোসাল মিডিয়া এবং অনেক সামাজিক পত্রিকার মাধ্যমে তারা জানিয়েছেন, "অনেক ভেবে চিন্তেই তারা এই সিদ্ধান্তে এসেছেন । তবে এর সাথে আরো বলেছেন তারা, "তাদের বিবাহ বিচ্ছেদ হলেও তারা আগের মতই তাদের বিল ফাউন্ডেশন এ এক সাথেই কাজ করে যাবেন এবং কো-চেয়ারমেন এবং ট্রাস্ট হিসেবে এক সাথেই থেকে যাবেন তারা । 

একটা অনলাইন প্রতিবেদনে জানা যায়, তারা বিচ্ছেদের পর কিভাবে সম্পত্তি ভাগাভাগি হবে সেই ব্যাপারে তারা কোন রকমেরই চুক্তি করেন নাই বরং আরো নতুন করে চুক্তি অনুযায়ী সম্পত্তি ভাগাভাগী হতে পারে । 
এক অনলাইন প্রতিদবেদনে মেলিন্ডা জানান, এই ভেংগে যাওয়া সম্পর্ক আর জোড়া লাগানো সম্ভব নয় । বিলগেটস এর বর্তমান বয়স ৬৫ এবং মেলিন্ডার বয়স ৫৬ বছর । 

১৯৯৪ সালে তারা যুক্তরাষ্ট্রে ভালোবেসে বিলগেটস এবং মেলিন্ডা বিয়ে করেন । তাদের ৩টি সন্তান আছে ২ মেয়ে ১ ছেলে। ছেলে মেয়েদের মধ্যে সবার বড় ক্যাথরিন বয়স ২৫ বছর এর পর মেঝো ছেলে রোরি জন যার বয়স ২১ বছর এবং সর্বকনিষ্ঠ হলো ফিবি এডলের বয়স ১৮ বছর । 

সূত্রঃ জি নিউজ ইন্ডিয়া 

Post a Comment

নবীনতর পূর্বতন