চীনা রকেটের ধ্বংস হয়ে যাওয়া অবশিষ্ট অংশ পড়েছে মালদীপে | China Rocket Crash | Global News | Radioshohor

চীনা রকেটের ধ্বংস হয়ে যাওয়া অবশিষ্ট অংশ পড়েছে মালদীপে | China Rocket Crash | Global News | Radioshohor

 

(ছবিঃ দ্যা গার্ডিয়ান সাইট থেকে সংগৃহিত ধ্বংস হয়ে যাওয়া চীনা রকেট এর ছবি )


গত ২৯ এপ্রিল এ মহাকাশে পাঠানো হয়েছিল চীনের একটি রকেট । যা ধ্বংস হয়ে যায়। এবং সেই রকেট এর ধ্বংসাবশেষ এসে পড়ে ভারত মহাসাগরে আজ রবিবার । এই সংবাদটি প্রথম জানানো হয় চীনা মহাকাশ কর্মকর্তার সংস্থ্যা থেকে । 

তারা আরো জানায়, রকেটটির ধ্বংসবাশেষ পৃথিবীর বায়ূমন্ডলে প্রবেশ করে এবং এক সময় ভারত মহাসাগর হয়ে মালদীপে গিয়ে পড়ে । 

চীনের মহাকাশ কর্মকর্তারা জানায়, রকেটটির পুরোপুরী ধ্বংস হয়ে গিয়েছে । এবং বেশীর ভাগ অংশই ভেংগে চুরমার হয়ে গিয়েছে । গত ২৯শে এপ্রিল ওয়েনচ্যাং স্পেস সেন্টার থেকে লং মার্চ-বি নামক এই রকেটটি মহাকাশে পাঠানো হয়েছিলো । কিন্তু পৃথিবী থেকে ১৫০ থেকে ৩৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে রকেটটি হটাট করেই নিচের দিকে নামতে থাকবে । 

চীনা মহাকাশ কর্মকর্তারা বলছেন রকেটটি সম্পূর্ন ভাবে নিয়ন্ত্রন হারিয়ে নিচের দিকে পরতে থাকে আর এ কারণে তারা খুব চিন্তিত ছিলেন যে, কোন জায়গায় গিয়ে পড়বে এই রকেট এর এর ধংসবাশেষ । কিন্তু যুক্তরাস্ট্র আগে থেকেই এই রকেটটিকে ট্রেস করছিলো এবং তারা বলেছিলো তারা আশাবাদী যে দিক হারিয়ে ফেল্লেও এই রকেট কোন এক মহাসাগরে পড়বে এবং সেটাই হয়েছে। রকেটটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললেও রকেট এ থাকা এআই টেকনলজি থাকাতে রকেটটি ডিটেক্ট করতে পেরেছিলো যে সাগর কোনটি । এবং ভারত মহাসাগর হয়ে মালদীপের কাছে গিয়ে পতিত হয় । 

রিপোর্টার - মহসীন 

Post a Comment

أحدث أقدم