ঢাকার আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার | BD News | Radioshohor

ঢাকার আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার | BD News | Radioshohor

 




ঢাকার মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল এর ছাদ থেকে এক যুবক এর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ । লাশটি উদ্ধার করে গতকাল বিকেল বেলা অর্থাৎ রবিবার বিকেল বেলা। মরদেহ তদন্ত করে প্রাথমিকভাবে জানা যায় যুবকের নাম রুবেল , বয়স ২৬ বছর। তিনি নোয়াখালীর বিল্লাল হোসেন এর ছেলে । 

পুলিশ সাধারণ তদন্ত করে জানিয়েছেন, রুবেল দুই বছর আগে বিয়ে করেছেন এবং তার একটা সন্তানও আছে । স্ত্রি এবং সন্তান সবাই গ্রামে থাকে ।  পুলিশ সূত্রে আরো জানা যা, রুবেল তার ছোট ভাইয়ের সাথে ফকিরাপুল এলাকায় থাকতেন এবং তাদের এক খালাতো ভাইয়ের দোকানে বিভিন্ন ধরনের প্রসাধনী (কসমেটিক্স) এর দোকানে কাজ করতেন। জানা যায় রোব্বার বিকেল পর্যন্ত দোকানেই ছিলেন তিনি । কিন্ত কোন এক সময় সে ছাদের ওই রুম এ যান। এর পর তিনি আর দোকানে ফিরে আসেনি । অনেক খোজাখুজির পর ছাদের ঐ রুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মতিঝিল থানার পুলিশ । 
এই মুহূর্তে রুবেল এর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে । 
- স্টাফ রিপোর্টারঃ  শাহরিয়ার  

Post a Comment

নবীনতর পূর্বতন