বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু । BD NEWS | RadioShohor

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যু । BD NEWS | RadioShohor

 



বরিশালের শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মালিহা (২০), ছোট নাম সারা নামের এক মেয়ের লাশ উদ্ধার করে  পুলিশ । গেল রবিবার সারার লাশ উদ্ধার করে শের-এ বাংলা মেডিকেল কলেজ এর মর্গে পাঠানো হয়েছে তার ময়নাতদন্তের জন্য । সূত্র থেকে জানা যায়, এখন তার লাশ হীমঘরে গভির পর্যবেক্ষনে রাখা আছে । 
সারা বাকেরগঞ্জ উপোজেলার অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তার এ কে এম ফরিদের মেয়ে । আশে পাশের লোকজনের সাথে কথা বলে জানা যায়, সারা এর সাথে ইমন নামে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল। গেলো শনিবার রাত এ সারা অসুস্থ্য হয়ে পড়লে সারাকে নিয়ে ইমন  শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং এর পর সেখানেই রহস্যজনকভাবে সারার মৃত্যু হয় । এর পর পরই পুলিশ এসে সারার মৃত দেহ উদ্ধার করে । এর পর পুলিশ ইমন সহ তার বাবা-মা এর সাথে জিজ্ঞাসাবাদ করলে সবাই সন্দেহজনক আচরন করে । অসংলগ্ন কথা বার্তা বলে তারা। আর এছাড়া সারার শরীর এ আঘাতের চিহ্নও ছিলো । 
পুলিশ বলছে, এই মৃত্যু সাভাবিক মৃত্যু নয় , রহস্যজনক মৃত্যু । সারাকে খুন করা হয়েছে নাকি সে সাভাবিক ভাবে মারা গেছে তা বোঝা যাবে ময়নাতদন্ত শেষ হবার পড়ে । 

স্টাফ রিপোর্টার - আবিদ 


Post a Comment

নবীনতর পূর্বতন