বাড়লো লকডাউন এর সময় সীমা ১৬ মে পর্যন্ত , চলবেনা দুরপাল্লার পরিবহন। BD News| Radioshohor

বাড়লো লকডাউন এর সময় সীমা ১৬ মে পর্যন্ত , চলবেনা দুরপাল্লার পরিবহন। BD News| Radioshohor

 



লকডাউন কর্মসূচী আবারো বাড়ালো বাংলাদেশ সরকার। এরই সাথে বিধি নিষেধ বাড়ছে ১৬ই মে পর্যন্ত । আর এমনটাই সিদ্ধান্ত হয়েছে আজ মন্ত্রিসভায় । 

সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে দেশে যেমন বিধি নিষেধ আছে ঠিক তেমনই থাকবে তবে শহরের মধ্যে বাস ও অন্যান্য গনপরিবহন সচল থাকবে। কিন্তু দূরপাল্লার পরিবহনগুলো আগের মতই বন্ধ থাকবে । তিনি আরো জানান, জেলার মধ্যে গনপরিবহন চলবে ৬ মে পর্যন্ত কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল বন্ধ থাকবে । 
- রিপোর্টার - আবিদ  

Post a Comment

নবীনতর পূর্বতন