পল্টনের চায়না টাউন মার্কেট বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি । এর কারণ হিসেবে তারা উল্লেখ করে এই মার্কেট এ কেউই সাস্থ্যবিধি মেনে চলছে না। মংগলবার আজ সকাল ১০টার দিকে মার্কেটটি বন্ধ ঘোষনা করেন ।
এই মার্কেটের নাকি দারোন থেকে শুরু করে কারর মুখেই ফেইসমাস্ক ছিলো না, এতে দোকান মালিক সমিতি ক্ষুদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন । কেননা ফেইসমাস্ক ব্যাবহার না করার কারণে সবারই করোনা আক্রান্ত হওয়ার ঝুকি অনেক বেশী বেড়ে গেছে ।
দোকান মালিক সমিতির নেতারা বলেন" যেহেতু এই বন্ধ ঘোষনার কারণে অনেক ব্যাবসায়ির রুজিরোজগার এর ওপর একটা চাপ পড়বে । আমরাও চাই এই মার্কেট পুনরায় খুলে দিতে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই সাস্থ্যবিধি মেনে চলতে হবে । ফেইসমাস্ক ব্যাবহার বাধ্যতামুলক করতে হবে । শরীর এর তাপমাত্রা চেক করার জন্ত্র থার্মমিটার রাখতে হবে। এছাড়া "নো মাস্ক নো সার্ভিস" ব্যানারটাও থাকতে হবে । এসব মেনে চললে আজকে রাতেই খুলে দিবো মার্কেট কিন্তু অবশ্যই সাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং মার্কেট খুলে দেয়ার পর কেউ যদি সাস্থ্যবিধি না মানে তাহলে তাকে উচু অংকের জড়িমানা করা হবে । কারন বাংলাদেশ এখন খারাপ সময় পার করছে এমন অবস্থায় এসব সাস্থ্যবিধি না মেনে চলা হলে শুধু মার্কেট সমিতির ক্ষতি হবে এমনটা নয় এতে জনমানব হুমকির মুখে পতিত হবে ।
রিপোর্টার - মহসীন
إرسال تعليق