এবার পবিত্র ঈদ উল ফিতরের জন্য মিলছে ৩ দিন ছুটি । এই ৩ দিনের বেশী কোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান ছূটি নিতে পারবে না । আর এই সিদ্ধান্ত সকল প্রকার সরকারী এবং বেসরকারী প্রতিষ্টান এর জন্যই প্রযোজ্য হবে । জানা গেছে আজ সোমবার এক মন্ত্রিসভার বৈঠক এ এমন সিদ্ধান্ত নেয়া হয় । সরকারের এমন সিদ্ধান্ত এর পরে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, অতিরিক্ত কোন রকম ছুটি দেয়া হবেই না । সরকারী ছুটির দিন শুক্র এবং শনিবার এবং আর আরেকদিন পড়েছে বৃহস্পতিবার ।
সুত্র থেকে জানা যায় করোনা সংক্রমন রোধেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকার এর পক্ষ থেকে । আগে সাস্থ্য তার পর কাজ ।
রিপোর্টার - মহসীন
Post a Comment