রাত ১২ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে চান শপিং মলের ব্যাবসায়ীরা । BD NEWS | Radio Shohor

রাত ১২ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে চান শপিং মলের ব্যাবসায়ীরা । BD NEWS | Radio Shohor

 


দোকানপাট শপিং মল থেকে শুরু করে সব কিছু রাত ৮ টার পরিবর্তে রাত ১২ টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ঢাকার সব শপিং মল ব্যাবসায়ীরা এবং বাংলাদেশ দোকান সমিতির সকল নেতারা । কারণ তাদের মতে ভির বেশী হচ্ছে শপিং মলে কারণ সময় কম । কম সময়ের মধ্যে শপিং করতে হচ্ছে জনগনের । তাই শপিং মল সকাল ৮টা থেকে রাত ১২ টা পর্যন্ত খোলা থাকলে মানুষ এর ভীর কম হবে এবং এতে করোনা সংক্রমন ও কমে আসবে । 

আজ রবিবার এই দাবি জানিয়েছেন বাংলাদেশ দোকান সমিতির নেতারা। বাংলাদেশ দোকান সমিতির নেতারা প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে লিখিত চিঠি পাঠিয়ে দেন । সেই চিঠিতে বলা হয়, সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার কারণে ক্রেতারা দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে শপিং শেষ করে ইফতারের জন্য বাসায় ফিরতে হচ্ছে । এর কারণ সব ধরনের রেস্তোরাতে বসে ইফতার করা যায় না । আর এজন্য জনগনের হচ্ছে দুর্ভোগ এবং ভীর করে শপিং মলে ঢুকছে এবং বের হচ্ছে অনেক ভির ঠেলে । আর এমন অবস্থায় যদি রাত ১২ টা পর্যন্ত খোলা থাকে শপিং মল এতে করে সব ধরনের ভীর কমে যাবে । মানুষ নিজেদের ইচ্ছামত ঈদ শপিং করতে পারবে তাদের সময় বুঝে এতে ভীর কমে যাবে এবং করোনা ভাইরাস এর সংক্রমণ ও অনেক কমে যেতে পারে । 
রিপোর্টার- আবিদ

Post a Comment

নবীনতর পূর্বতন