একটু আগে মুক্তি পেলো ঈদ নাটক সেরনিয়াবাত শাওন এর পরিচালনায় নাটক অতঃপর এর অফিসিয়াল ট্রেইলার । নাটকটিতে অভিনয় করেছিলেন - তানজিন তীশা, জোভান আহমেদ, কায়েস আহমেদ প্রমুখ। নাটকটি ঢাকা উত্তরার বিভিন্ন জায়গা শ্যুট করা হয় বলে যানা গেছে । এই নাটকটি মুক্তি পাবে ঈদ এর দিন রাত ১১-০৫ এ এনটিভির পর্দায়। ট্রেইলার লিং নিচে দেয়া হলোঃ
রিপোর্টার - মহসীন
একটি মন্তব্য পোস্ট করুন