সহজভাবেই জিতে শীর্ষে চলে গেলো চেন্নাই । Sports Update | Radio Shohor

সহজভাবেই জিতে শীর্ষে চলে গেলো চেন্নাই । Sports Update | Radio Shohor

 

মাত্র ১৭২ রানের টার্গেট ছিলো । আর দিল্লিতে সেই টার্গেট টা খুব সহজেই ছুয়ে ফেলল চেন্নাই সুপার কিংস ।  ৯ বল হাতে থাকতেই জয় ছিনিয়ে নিলো চেন্নাই সুপার কিংস । আর এখন চেন্নাই সুপার কিংস নেট রান রেটে সবার উপরে । শেষ দুই ওভারে ৩৩ রান করেছেন কেন উইলিয়ামসন ও কেদার যাদব। কেদার ৪ বলে ১২ রান করেন । আর অন্যদিকে ১০ বলে ২৬ রান করে উইলিয়ামসন আর খুব সহজেই এই ম্যাচটি জিতে যায় চেন্নাই সুপার কিংস ।

Post a Comment

أحدث أقدم