আবারো অভিনয়ে ফিরতে চান মডেল কন্যা শেখ সালমা | Rising Star | Radio Shohor

আবারো অভিনয়ে ফিরতে চান মডেল কন্যা শেখ সালমা | Rising Star | Radio Shohor

 


ছবিঃ মডেল কন্যা শেখ সালমা

মিডিয়া জগত মানেই জমকালো আর রঙ্গিন বিনোদনে ভড়া অন্য এক জগত । আর এই জগতে একই সাথে অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পি আমাদের দেশে খুবই কম দেখা গেছে । এই ৩ ক্ষেত্রে পারদর্শীতা সব মডেল এর ক্ষেত্রে দেখা যায় না বললেই হয়। 


ছবিঃ মডেল কন্যা শেখ সালমা

এইখানে ব্যাতিক্রম দেখা দেখা গেছে মডেল তারকা শেখ সালমার ক্ষেত্রে । যার অসংখ্য ছবি বিভিন্ন বিলবোর্ডে এ দেখা গেছে । আর্শিনগর এর হয়ে অনেক অনেক গুলো ফটোশুট করেছেন তিনি যা এখনো অনেক বিলবোর্ডে দেখা যায় । তার অভিনিত প্রেমিকা শর্টফিল্মটি ইউটিউব এ অনেক বেশী ভিউ পায় এছাড়া আরো অনেক শর্টফিল্ম আর নাটকে দেখা গিয়েছিলো এই মডেল অভিনেত্রী শেখ সালমা কে। এছাড়া তিনি মিডিয়ার কাজ এর পাশাপাশী তিনি একজন নারী উদ্যোক্তাও বটে । এছাড়া কদিন পরেই তার একটি ওভিসি মুক্তি পেতে যাচ্ছে । যা বাংলাদেশ এর অন্যতম কফি কম্পানী স্টার কফির ওভিসি। কিন্তু এতো কিছুর পরে মডেল তারকা শেখ সালমা তার ব্যাবসা নিয়েই একটু বেশী ব্যাস্ত মিডিয়াতে খুব কমই দেখা যায় তাকে । 

তবে তার মধ্যে এখনো তীব্র বাসনা আছে ভালো মানের নাটকে অথবা শর্টফিল্ম অথবা মিউজিক ভিডিওতে কাজ করার । ভালো গল্প পেলে তিনি অবশ্যই কাজ করবেন আবারো মিডিয়াতে । এই বিষয়ে রেডিও শহরের প্রতিনিধি আবিদ শেখ সালমার সাথে ফোন এ কথা বললে, সালমা জানান " দেখুন আজকের বাংলাদেশ একটু খারাপ অবস্থ্যার মধ্য দিয়েই যাচ্ছে বলা যেতে পারে। এখনকার সময়টা হয়ে গেছে টিকটক এর মধ্যে । পরিচালকরা এখন  মডেল সিলেক্ট করছে টিকটক লাইকি তে যাদের অনেক ফেইম অনেক বেশী ভিউ তাদেরকে । আর এজন্যই অনেক গুনী মডেল এবং অভিনেত্রীরা পিছিয়ে পড়েছে । তবে হ্যা আমি আবারো অভিনয়, যদি ভালো গল্প এবং ভালো চরিত্র থাকে তবে । অভিনয়টা আমার রক্তের সাথে মিশে আছে, কেন যেন খুব টান অনুভব করি  নিজের বুকের মধ্যে  এবং অবশ্যই সাথে মডেলিং এর সাথে কাজ করতে অনেক বেশী আগ্রহী যদি কিনা সেটা ভালো ব্র্যান্ড এর শুট হয়ে থাকে তাহলে । সাথে ইচ্ছা আছে ভালো ভালো কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার।


ছবিঃ মডেল কন্যা শেখ সালমা

ছোট বেলা থেকেই কিভাবে ভালো অভিনেত্রী হওয়া যায় এই নিয়েই অনেক বেশী কল্পনা জল্পনা করতেন, বিভিন্ন গল্প, বিভিন্ন সিনেমা ছোট বেলায় দেখতেন আর ভাবতেন কিভাবে আরো সুন্দর ভাবে অভিনয়টাকে আত্মার মধ্যে মিশিয়ে নেয়া যায় । আর সেখান থেকেই অভিনয় শুরু । তিনি নাট্যকলা থেকে একটি নাট্যদল এর সাথে জড়িত ছিলেন বেশ কিছু বছর ধরেই । মডেলিং আর অভিনয়ের পাশাপাশী তিনি একটা নামকরা ড্যান্স কোম্পানি থেকে কোর্স করেন । 
রিপোর্টার - আবিদ 

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم