মাস্কের পরিবর্তে মুখে বাবুই পাখির বাসা বেধে অফিস করলেন | Radio Shohor

মাস্কের পরিবর্তে মুখে বাবুই পাখির বাসা বেধে অফিস করলেন | Radio Shohor

 

করোনা মহামারী যেন দিন দিন এক ভয়ংকর জগত বানিয়ে দিচ্ছে আজকের পৃথিবীকে । ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশী এই করোনার প্রকোপ । দিনে কমপক্ষে আড়াই লাখ মানুষের দেহে পাওয়া যাচ্ছে এই করোনা ভাইরাস । এই করোনার কারণে দিন দিন ভারতের মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে । হটাটই ভারতের তেলঙ্গনার এক পশুপালক সরকারি অফিসে চলে গেলেন মুখে বাবুই পাখির বাসা বেঁধে। এর কারণ তার কাছে জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন মুখে মাস্ক পড়া বাধ্যতামুলক। তেলঙ্গনাতেই মাস্ক না পরে রাস্তায় বেরলে ১০০০ রুপি জরিমানা কিন্তু মাস্ক কেনার টাকা তার কাছে নেই । এদিকে তাকে সরকারী অফিস এ যেতে হবে । অফিস এ মাস্ক ছাড়া প্রবেশ নিষেদ । 

 আর এজন্যই এই অভিনব পদ্ধতি অবলম্বন করে মাস্ক এর মতন করে বাবুই পাখির বাসা দিয়ে বানিয়ে নিলেন পাখির বাসার মাস্ক । ঠিক এর পর পরি বাবুই পাখির বাসা পরিহিত ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । 

Post a Comment

Previous Post Next Post