যে লিফট এ উঠলে নাকি অদৃশ্য এক ভবনে চলে যায় মানুষ । Radio Shohor

যে লিফট এ উঠলে নাকি অদৃশ্য এক ভবনে চলে যায় মানুষ । Radio Shohor

 


লিফট বা এলিভেটর । সবার কাছে এই এলিভেটর জায়গাটা খুবই আনন্দের জায়গা । কারণ লিফট এ ঢোকা মাত্র আপনার সব কষ্ট শেষ । শুধু দাঁড়িয়ে থাকলেই আপনি উঠে যাবেন ১০ তলা অথবা ৫ তলা অথবা ২০ তলাতে । এই লিফট আমাদের জীবন যাত্রা যেভাবে সহজ করেছে ঠিক সেভাবেই আমাদের সময়কেও কমিয়ে এনেছে। 




এবার একটু ভাবুন তো আপনি যে লিফট এ করে প্রতিদিন আপনার বাসার ফ্ল্যাট এ ঢোকেন । কোন এক রাতে আপনি লিফট এ উঠলেন উঠার পর আপনি আপনার ফ্লোর এর তলার বাটন এ প্রেস করলেন। প্রেস করা মাত্রই লিফট চলা শুরু করলো কিন্তু থামলো না আপনার তলায় লিফটটা । চলতে থাক্লো অবিরামভাবে অনেক অনেক উচুতে , লিফট চলছে তো চলছেই , আপনি জানেন না কত সময় পেরিয়ে গেছে আপনি জানেন না কত গুলো দিন কেটে গেছে অথবা কতগুল মাস কেটে গেছে। 

  
আপনি ৪ দেয়াল এর মাঝে বন্দি হয়ে আছেন , ভয়ে ক্রোধে আপনি ধিরে ধিরে অসার হয়ে এসেছেন । অতঃপর একদিন লিফট থামলো। লিফট এর দরজা খুলে গেলো । এবং আপনি প্রবেশ করলেন এক অদ্ভুত দুনিয়ায়। যে দুনিয়ায় এই প্রথম আপনি এসেছেন । এই দুনিয়ার সব কিছু আপনার অপরিচিত । সবাই অপরিচত ।
আজ ঠিক ১১-৪৫ মিনিটে  মুক্তি পেতে যাচ্ছে ঠিক এমনি কিছু ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনা নিয়ে নির্মিত ভৌতিক কথা । সাথে থাকবেন আপনাদের সবার প্রিয় জেফরী ভাই । 

ভিডিও লিংক 

                                

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন