ফোনটিতে থাকছে ঃ
১। ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা
২। মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসরযুক্ত দুর্দান্ত পারফর্মার
৩। ৬০০০ এমএএইচ ব্যাটারি সঙ্গে ১৮ ওয়াটের কুইক চার্জার
৪। রিয়েলমি ইউআই ২.০ সঙ্গে ৬.৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে
এই ফোনটি ২ টি ভিন্ন কালারের হবে । একটি হলো ওয়াটার গ্রে এবং আরেকটি হলো ওয়াটার ব্লু। রিয়েলমির এই ফোনটি ২টি ভেরিয়েবল এ পাওয়া যাবে । ১টি হলো ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যার বাজার মুল্য পরবে ১৩৯৯৯ টাকা মাত্র এবং আরেকটি হলো ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ১৪,৯৯০ টাকা।
Post a Comment