এই ঈদে বাজার কাপাতে আসছে রিয়েলমি ট্রিপ্ল ক্যামেরা ফোন সি-২৫ | Radio Shohor

এই ঈদে বাজার কাপাতে আসছে রিয়েলমি ট্রিপ্ল ক্যামেরা ফোন সি-২৫ | Radio Shohor

 


এই ঈদে বাজারে আসছে রিয়েলমি স্মার্ট ফোন এর আরো একটি সিরিজ সি-২৫ । গুনগত মান ছাড়াও রিয়েলমি স্মার্ট ফোন সি-২৫ এ থাকছে মন মুগ্ধকর সব ফিচার্স যা আপনাকে মুগ্ধ করে ফেলবে । রিয়েলমি সি২৫ টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন পাওয়া প্রথম স্মার্টফোনগুলোর একটি।  যা বিশ্বের উল্লেখযোগ্য বাজারগুলোর জন্য শীর্ষস্থানীয় মান নির্ধারক হিসেবে কাজ করছে। 

ফোনটিতে থাকছে ঃ 

১। ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা
২। 
মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসরযুক্ত দুর্দান্ত পারফর্মার 
৩। 
৬০০০ এমএএইচ ব্যাটারি সঙ্গে ১৮ ওয়াটের কুইক চার্জার
৪। 
রিয়েলমি ইউআই ২.০ সঙ্গে ৬.৫ ইঞ্চি বিশাল ডিসপ্লে

এই ফোনটি ২ টি ভিন্ন কালারের হবে । একটি হলো ওয়াটার গ্রে এবং আরেকটি হলো ওয়াটার ব্লু। রিয়েলমির এই ফোনটি ২টি ভেরিয়েবল এ পাওয়া যাবে । ১টি হলো ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যার বাজার মুল্য পরবে ১৩৯৯৯ টাকা মাত্র এবং আরেকটি হলো ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ১৪,৯৯০ টাকা। 

Post a Comment

Previous Post Next Post