নিজেই নিজেকে "অপহরন" করিয়ে বৌ এর কাছে মুক্তিপন দাবী | Radio Shohor

নিজেই নিজেকে "অপহরন" করিয়ে বৌ এর কাছে মুক্তিপন দাবী | Radio Shohor

 

ছবিঃ হাবিবুর রহমান 

নিজেই নিজেকে অপহরন করিয়ে  নিজের বৌ  এর কাছেই মুক্তিপন ১ লক্ষ টাকা দাবী করেছেন,  এই যুবক । হাবিবুর রহমানের বাড়ি পঞ্চগড় জেলা সদরের পূর্ব জালাসী এলাকায়। সুত্রে জানা যায় তিনি পঞ্চগড় এলাকার লেবু মিয়ার ছেলে। অপহরনের নাটক সাজালেও অতঃপর পুলিশের কাছে ঠিকই ধরা পড়ে যায় হাবিবুর রহমান। 
পুলিশ এর সাথে কথা বলে জানা যায়, হাবিবুর পেশায় একজন পোলট্রি মুরগি খামারী। ১২ এপ্রিল দুপুরে বাসা থেকে বের হয়ে যান হাবিবুর। এর পর থেকে তার ফোন এ কল করা হলে ফোন এ কল ঢুকে না । মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি। ১৬ এপ্রিল অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে তার স্ত্রী আছিয়া খাতুনকে কল করে হাবিবুর জানায়, 'তাকে অপহরণ করা হয়েছে। উদ্ধার করতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।' 
রিপোর্টার - শাহরিয়ার 

Post a Comment

أحدث أقدم