বিজ্ঞাপন
ঘটনা অনুসন্ধানে পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানা যায়, মুনিয়া গত রবিবার তার বড় বোনকে ফোন করে জানায় যে সে একটা বড় বিপদে পড়েছে, তাকে বিপদ থেকে উদ্ধার করতে । এর পর পরি ফোন এ এমন কথা শুনে তার বড় বোন কুমিল্লা থেকে সরাসরি ঢাকায় চলে আসেন। সন্ধ্যা মিলতে মিলতে ঐ বাসায় যান । এর পর অনেক্ষন দরজা ধাক্কা দিলেও কেউই দরজা খুলছিলো না । এর পর বড় বোন মুনিয়া ফোন এ অনেকবার কল করলেও ঐ পাস থেকে ফোন বন্ধ পায় । পড়ে অনেক চেষ্টা করে বাইরে থেকে লক খুলা হয় এবং বোনের ঘড়ে ঢুকেই তাকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে। তখন সাথে সাথে দেরি না করে পুলিশ এ কল করা হয় । পরবর্তিতে পুলিশ এসে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং তার ব্যাবহৃত সকল ডিভাইস ফোন থেকে শুরু করে সব কিছু জব্দ করে রাখে ।
সুত্রঃ প্রথম আলো
Post a Comment