আজ রাত ঠিক ৯-৩০ এ লাইভ হবে সিটি অব হরর এর ৬ষ্ঠ তম পর্ব | Radio Shohor

আজ রাত ঠিক ৯-৩০ এ লাইভ হবে সিটি অব হরর এর ৬ষ্ঠ তম পর্ব | Radio Shohor

 


আজ রেডিও শহরের ফেইসবুক পেইজ এবং সিটি অব হরর এর ইউটিউব চ্যানেল থেকে লাইভ হবে রেডিও শহরের শুক্রবারের আয়োজন সিটি অব হরর। প্রোগ্রামটি রাত ঠিক ৯-৩০ এ লাইভ হবে । সাথে থাকবেন বাংলাদেশ এর অন্যতম জনপ্রিয় হোস্ট RJ Jeffrey. এই প্রোগ্রামটি  নিয়ে হোস্ট জেফরী ভাই বলেন , দেখুন প্রোগ্রামটি আমার করা সেরা একটা প্রোগ্রাম কারণ মানুষ একই সাথে এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছে ফেইসবুকে এবং একই সাথে ইউটিউব এ লাইভ শুনতে পাচ্ছে । এর মানে সাথে ২টি প্ল্যাটফর্মে লাইভ হবে । এতে যারা যার ইউটিউব প্রেমি তারা মজা নিয়ে ইউটিউব এ লাইভটি শুনবে। আর আমি ব্যাক্তি জীবনে এটাই চাই যে সিটি অব হরর সবাই শুনুক যেভাবে এক সময় ভুত এফ এম অনেক বেশী জন্রপিয় হয়েছিল । ঠিক এই প্রোগ্রামটিও জনপ্রিয়তা পাক আমি সেটাই চাই তাহলেই হয়তো আমার চাওয়াটা অনেকাংশেই পূরন হবে।  এছার জেফরী ভাই ভৌতিক কথা নামক একটি ইউটিউব চ্যানেল এ হোস্ট করে থাকেন । 

ভিডিও লিংক 

              

Post a Comment

أحدث أقدم