মুক্তি পেলো জনপ্রিয় কন্ঠশিল্পি সনিয়া নুসরাত এর ইসলামিক গান - প্রার্থনা
মাহে রমজান উপলক্ষে সনিয়া নুসরাত এর বিশেষ গান প্রার্থনা । গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার মোকছেদুল ইসলাম এবং সুর করেছেন এহসান রাহী এবং মিউজিক করেছেন রানা আখন্দ । গানটির ভিডিও পরিচালক ছিলেন বাংলাদেশ এর অন্যতম জনপ্রিয় পরিচালক - জেফরী খান । এই গানটির ঢাকার বিভিন্ন স্থানে স্যুট করা হয়েছে । এই গান প্রসংগে সনিয়া নুসরাত বলেন - "মাহে রমজান উপল্লক্ষে খুব ইচ্ছা ছিলো একটা ইসলামিক গজল করার । সেই ইচ্ছারই রেশ ধরে এই প্রার্থনা গানটার শ্যুট করা । আমাদের ডিরেক্টর জেফরী ভাই চমৎকার ভাবে গান্টিকে ভিডিও এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন । " এই গান সম্পর্কে পরিচালক জেফরী ভাই বলেন - দেখুন আমি প্রায় বলতে গেলে ২ বছর মিডিয়ার বাইরে ছিলাম । হটাত করেই সনিয়া আমাকে জানালো এই গানটা সম্পর্কে , আমি শুধু একবার ভেবে সাথে সাথে ইয়েস করে দেই । কারণ আমার নিজেরো খুব বেশী ভালো লেগেছিল যখন শুনেছিলাম সনিয়া নুসরাত এর এই প্রার্থনা গানটি , একই সাথে ধন্যবাদ জানাতে চাই এতো সুন্দরভাবে লিরিক লেখার জন্য মোকছেদুল ইসলামকে । আর সাথে আরো বেশী ভালোবাসা দিতে চাই মিজিশিয়ান রানা আখন্দ কে । অসাধারণ মিউজিক ডিরেকশন ছিল তার । আর আরো বেশী ধন্যবাদ জানাতে চাই রেডিও শহরের সকল পরিবারপরিজনদের ।
স্টাফ রিপোর্টার - শাহরিয়ার
wow
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন