কিভাবে বাসায় বসে অক্সিজেন তৈরি করা যায়, গুগলে খুজছে ভারতীয়রা। How To Make Oxygen At Home | Radio Shohor

কিভাবে বাসায় বসে অক্সিজেন তৈরি করা যায়, গুগলে খুজছে ভারতীয়রা। How To Make Oxygen At Home | Radio Shohor

 


দিন দিন করোনা ভাইরাস এর সংক্রমন এবং মৃত্যুর ভয়াবহ থেকে ভয়াবহতর হচ্ছে ভারতে । গতকাল রবিবারে ভারতে করোনায় মৃত্যুর হার আগের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে । দেশটিতে গতকাল একদিনে সর্বোচ্চ ৩,৫৪,৫৩১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু বরন করেছেন ২,৮০৬ জন।  প্রতিদিন ঝড়ের বেগে বারছে করোনা আক্রান্ত হার আর একই সাথে হাস্পাতে বারছে করোনা রুগীর উপচে পড়া ভির । হাস্পাতালে প্রয়োজন পরছে বারতি অক্সিজেন এর । আর ধিরে ধিরে অক্সিজেনের মাত্রাও কমে যাচ্ছে দেশটিতে । এর মধ্যেই "অক্সিজেনের অভাব কিভাবে মিটাবে"  "বাড়িতে কিভাবে অক্সিজেন বানানো যায়"  - এসব প্রশ্নের উত্তর খুজতে গুগলের শরণাপন্ন হচ্ছেন ভারতের মানুষজন । গুগল সার্চ লিস্ট টপ ট্রেন্ড এ আছে "How To Make Oxygen At Home" । এমনকি ইউটিউব এও মানুষ সার্চ করছে এই লিখে - " How To Make Oxygen At Home "

গত শুক্রবার থেকেই এই সার্চ ভ্যালুটি বেরেই চলেছে । দেখা যায় আজ পর্যন্ত এই সার্চ ভ্যালুটি বেড়ে ১০০ তে চলে যায় । অর্থাৎ গত ১৫ দিন আগেও যে সার্চ ভ্যালু ছিলো ১৩-২০ । এখন তা দারিয়েছে ১০০ এর কোটায় ।  

এই অদ্ভুত বিষয়টি প্রথম সবার সামনে আনেন ফাউ–জি (FAU-G) গেমের ডেভেলপার বিশাল গোন্ডাল। তিনিত টুইটারে একটা পোস্ট দেন যেখানে একটা স্ক্রিন শট এ লেখা ছিলো "How To Make Oxygen At Home" . এবং এর পর পরই ব্যাপারটা শোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় । চাইলে আপ্নারা যারা যারা এই পোস্টটি পরছেন তারাও ট্রাই করে দেখতে পারেন । এর জন্য আপনাকে গুগল সার্চ এ গিয়ে লিখতে হবে "How To" বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন পর পর বেশ কয়েকটি সার্চ সাজেশন চলে আসবে "How To Make Oxygen" "How To Make Oxygen At Home" আরো অনেকগুলো ।

    

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও হরিয়ানার পরিস্থিতিও অবনতিশীল। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস


Post a Comment

নবীনতর পূর্বতন