গত শুক্রবার থেকেই এই সার্চ ভ্যালুটি বেরেই চলেছে । দেখা যায় আজ পর্যন্ত এই সার্চ ভ্যালুটি বেড়ে ১০০ তে চলে যায় । অর্থাৎ গত ১৫ দিন আগেও যে সার্চ ভ্যালু ছিলো ১৩-২০ । এখন তা দারিয়েছে ১০০ এর কোটায় ।
এই অদ্ভুত বিষয়টি প্রথম সবার সামনে আনেন ফাউ–জি (FAU-G) গেমের ডেভেলপার বিশাল গোন্ডাল। তিনিত টুইটারে একটা পোস্ট দেন যেখানে একটা স্ক্রিন শট এ লেখা ছিলো "How To Make Oxygen At Home" . এবং এর পর পরই ব্যাপারটা শোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় । চাইলে আপ্নারা যারা যারা এই পোস্টটি পরছেন তারাও ট্রাই করে দেখতে পারেন । এর জন্য আপনাকে গুগল সার্চ এ গিয়ে লিখতে হবে "How To" বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন পর পর বেশ কয়েকটি সার্চ সাজেশন চলে আসবে "How To Make Oxygen" "How To Make Oxygen At Home" আরো অনেকগুলো ।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও হরিয়ানার পরিস্থিতিও অবনতিশীল। তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস
একটি মন্তব্য পোস্ট করুন