সারা পৃথিবীর প্রায় ১৭ টি দেশে পাওয়া গেছে নতুন ভারতীয় নতুন ধরনের করোনা ভাইরাস । এই নিয়ে খুব সতর্ক থাকতে বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । এবং ঠিক ঠাক মত সতর্কতা অবলম্বন না করলে এ থেকে ভয়াবহ ধরনের খারাপ পরিস্থিতি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মংগল বারে এমন এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনা মহামারীর সাপ্তাহীক আপডেট এ করোনার ভারতীয় ধরনের প্রায় সিংহ ভাগই ভারতের । যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সিংগাপুর থেকে এই খবর আপলোড করা হয় । আর বাকি দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, বাহরাইন, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস, নেদারল্যান্ডস, ইতালি ও কম্বোডিয়া।
ভারতে করোনার যে প্রজাতিটি আবিষ্কার করা গেছে সেই প্রজাতির নাম হলো ‘বি.১.১৬৭’। নিজের পুরোনো বৈশিষ্ট্য পাল্টে আরো ভয়াবহ রুপ নিয়েছে এই করোনা ভাইরাস স্ট্রেন । এই ভাইরাস এতোটাই শক্তিশালী হয়ে গিয়েছে যে টিকাকেও হার মানাচ্ছে । অর্থাৎ টিকা নেয়া সাধারন মানুষজন ও এই ভাইরাস এর হাত থেকে রক্ষা পাচ্ছে না । ভারতে দিন দিন বারছে মৃত্যুর মিছিল আর তৈরি হচ্ছে পুরো দেশটি ধিরে ধিরে মৃত্যুপুরীতে । আর তার সাথে হাস্পাতালগুলোতে বারছে রোগীর ভীর। দেখা দিচ্ছে দিন দিন অক্সিজেন এর সংকট । আর ‘বি.১.১৬৭’ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো বলেছেনঃ এই ভাইরাস দিন দিন খুব ধিরে ধিরে তার বৈশিষ্ট্য পালটে আরো ভয়াবহ হচ্ছে ভারতে ।
তাই এই নিউজটি আমাদের বাংলাদেশ সহ সবার জন্য একটা এলার্মিং একটা খবর । এখনই সতর্কতা অবলম্বন না করলে সামনে আমাদের দেশেও দেখা দিতে পারে এই ‘বি.১.১৬৭’ এর নতুন এই করোনা ভাইরাস । আমাদের দেশ ও হয়ে যেতে পারে মৃত্যুপুরীতে । তাই সবাই সতর্কতা অবলম্বন করুন । বাইরে গেলে মাস্ক পরিধান করুন এবং সুস্থ থাকুন।
সূত্রঃ বিজনেস স্টান্ডার্ড
Post a Comment