রেডিও শহরের শুক্রবারের আয়োজন সিটি অব হরর এর আজ সম্প্রচার হতে যাচ্ছে ৭ম পর্ব যা একই সাথে রেডিও শহরের ফেইসবুক পেইজ এবং সিটি অব হরর এর ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার হতে যাচ্ছে ঠিক রাত ৯ টা ৩০ এ এবং আজকেও থাকছে ব্ল্যাক ম্যাজিক স্পেশাল কিছু ঘটনা এবং সাথে থাকছেন আপনাদের সকলের প্রিয় RJ Jeffrey. ভয়ংকর এই সিরিজটি সবাই অনেক এঞ্জয় করবেন আশাবাদি তিনি। রেডিও শহরের অন্যান্য সেগ্মেন্ট যেমন ভালোবাসার ব্যাঞ্জনধ্বনি, কবিতার শহর সহ আরো অনেক গুলো সেগ্মেন্ট এর মধ্যে এই সিটি অব হরর অন্যতম। এই সিটি অব হরর একই সাথে ভয় এবং ভিতি দুটিরই ফিল দিয়ে থাকে বলে দাবি করেন RJ Jeffrey. তিনি আরো বলেন সিটি অব হরর শুনলে যে কারোর বুকে হাল্কা হলেও একটা ভিতি তৈরি হতে বাধ্য । কারণ আমি অভাবেই ক্রিয়েট করেছি এই সেগ্মেন্টটি । আর যারা যারা হরর গল্সপ শুনতে পছন্দ করেন পছন্দ করেন ভয়ে পেয়ে রাতে ঘুমুতে তাদেরকে উদ্দেশ্য করেই আমার এই সেগ্মেন্টটি নির্মান করা হয়েছে । আপনাদের সবাইকে আমন্ত্রন জানাতে চাই আমার এই হরর শো তে । সবাইকে অনুরোধ করবো সবাই এক সাথে শেয়ার করবেন যার যার টাইমলাইন থেকে এতে আমরা আপনাদের মাধ্যমেই অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো ।
- রেডিও শহর
Post a Comment