আগামী শুক্রবার ৩০ এপ্রিল সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে প্রচারিত হবে, "হাওয়ায় ভাসে তোর ঠিকানা " | Radio Shohor

আগামী শুক্রবার ৩০ এপ্রিল সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে প্রচারিত হবে, "হাওয়ায় ভাসে তোর ঠিকানা " | Radio Shohor

 


কন্ঠশিল্পি মাজেদুর মানিকের কন্ঠে নতুন মিউজিক ভিডিও হাওয়ায় ভাসে তোর ঠিকানা  রিলিজ হতে যাচ্ছে এই ৩০ এ এপ্রিল সন্ধ্যে ৭-৩০ মিনিটে এ  শুধু মাত্র নাগরিক টেলিভিশন  এ। মিউজিক ভিডিওটি ঢাকার বিভিন্ন জায়গায় শুট করা হয়েছে । এই মিউজিক ভিডিও নিয়ে কন্ঠশিল্পি মাজেদুর মানিক বলেন - দেখুন অনেক দিন ধরেই গানটার একটা ভালো ভিডিও বানাবো ভাবছিলাম। হটাট করেই মাথায় এলো পরিচালক আনিছ সিকদার এর কথা । 
সাথে সাথে তার সাথে যোগাযোগ করলাম এবং আনিছ আমার গান্টা শুনেই খুব পছন্দ করলো একটা লালন গানের মত লেগেছে তার কাছে এবং সে দেরি না করে শুটিং প্ল্যান করে ফেলল । আমিও না করলাম না । আমার শুটিং এর দিন শো ছিলো । অনেক দ্রুত শুট টা  আমার করতে হয়েছিলো কারণ একই সাথে স্টেজ শো এবং শুটিং করাটা অনেক টাফ ছিলো । 
গানটি'র কথা ও সুর করেছেন  - মোকসেদুল আলম এবং সংগীত পরিচালক হিসেবে ছিলেন - পলাশ ফারুকী। 
স্টাফ রিপোর্টার - আবিদ

Post a Comment

Previous Post Next Post