কমছে তাপমাত্রা, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা | BD Weather | Radio Shohor

কমছে তাপমাত্রা, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা | BD Weather | Radio Shohor

 


আবহাওয়া পুর্বাভাসে বলা হয়েছিলো খুব শিঘ্রই বৃষ্টি নাম্বে এবং এই পুর্বাভাসের ওপর মিল রেখে শুরু হয়েছে বৃষ্টি দেশের উত্তরাংশে। আর এজন্যই ধরে নেয়া হচ্ছে আগামী দু এক দিন এর মধ্যে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে এবং এমনটাই দাবী করছে আবাহাওয়া অফিস। 

আজ বুধবার দেশের তাপমাত্রা সর্বচ্চো রেকর্ড করা হয়েছে । রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস । আর ঢাকায় তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

আবাহাওয়াবীদ জানিয়েছেপূর্বাভাসের সঙ্গে মিল রেখে ময়মনসিংহ, জামালপুর,  সুনামগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং আরো অনেক জায়গায়ই বৃষ্টিপাত হচ্ছে । আর এজন্যই ধিরে ধিরে সারাদেশে তাপমাত্রা কমে আস্তে শুরু করেছে । আগত ৩০ তারিখের দিকে হয়তো একেবারেই তাপমাত্রা থাকবে না। আবাহাওয়া সুত্র থেকে আরো জানা গেছে মে মাসের  প্রথম সপ্তাহে তখন কালবৈশাখী, বজ্রপাত হবে। 
স্টাফ রিপোর্টার  - আবিদ 

Post a Comment

নবীনতর পূর্বতন