ঈদ এ মুক্তি পেতে যাচ্ছে "নারী উদ্যোক্তা" নিয়ে পরিচালক সেরনিয়াবাত শাওন এর নতুন কাজ অতঃপর (ভিডিও সহ) | Bangla Eid Natok 2021 | Radio Shohor

ঈদ এ মুক্তি পেতে যাচ্ছে "নারী উদ্যোক্তা" নিয়ে পরিচালক সেরনিয়াবাত শাওন এর নতুন কাজ অতঃপর (ভিডিও সহ) | Bangla Eid Natok 2021 | Radio Shohor

 

ছবিঃ নাটক অতঃপর 

আসছে ঈদ, আর ঈদ মানে খুশী আর আনন্দ । আর দেশে প্রতি ঈদেই সপ্তাহ ব্যাপী বিভিন্ন টিভি চ্যানেল এ বিভিন্ন ধরনের সংস্কৃতিক অনুষ্ঠান , টিভি নাটক, টেলিফিল্ম সহ আরো অনেক কিছুই সম্প্রচার করা হয় । এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এর সবচেয়ে নামকরা টিভি চ্যানেল এনটিভির পর্দায় ঈদের দিন রাত ১১-০৫ এ সম্প্রচার হতে যাচ্ছে, এখনকার সময়ে সবচেয়ে শীর্ষে থাকা পরিচালকদের মধ্যে একজন সেরনিয়াবাত শাওন এর নতুন নাটক অতঃপর। নাটকটি মূলত নারী উদ্যোক্তার ঘটনাকে ঘিরে রচিত হয়েছে । এই নাটক এ অভিনয় করেছেন  এখনকার সময়ে সবচেয়ে শীর্ষে থাকা অভিনেত্রী তানজিন তীশা এবং বিপরীতে অভিনয় করেছেন জোভান । নাটকটি প্রসংগে রেডিও শহর প্রতিনিধি সরাসরি  পরিচালক সেরনিয়াবাত শাওন এর কথা বললে তিনি যা বলেন, " দেখুন , আজকের সময়টা অনেক অনেক পরিবর্তন হয়েছে । এখনকার সময়ে  নারীরাই সবচেয়ে বেশী এগিয়ে আছে উদ্যোক্তার সারিতে । আর তারা অনলাইন এর মাধ্যমেই তাদের ব্যাবসা পরিচালনা করে আসছে । আর ডেলিভারী ম্যান এর মাধ্যমেই তারা তাদের নির্দিষ্ট পণ্য পৌছে দিচ্ছে কাস্টমারের কাছে । আর  আমাদের নাটকের ঘটনা ঠিক এমনি একজন নারী ব্যাবসায়ীর সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা নিয়ে । আমার এই নাটকটি দেখলে একই সাথে অনেক নারীই উদ্যোক্তা হওয়ার যেমন সপ্ন দেখতে পারবে ঠিক তেমনি মানুষ জানতে পারবে যে কিভাবে ব্যাবসার লোভ দেখি অসংখ্য মানুষের টাকা নিয়ে বাটপারী করছে অসংখ্য দালাল । এই নাটক নিয়ে বেশী কিছু বলতে চাই না বললে হয়তো গল্পটা মানুষ জেনে যাবে কিন্তু আমি তা একেবারেই চাই না । আমি চাই মানুষ ঈদ এর দিন রাত ঠিক ১১-০৫ এ এনটিভির পর্দায় দেখুক, এক সাথে বসে পুরো পরিবারকে নিয়ে উপোভগ করুক আমার অতঃপর নাটকটি। এছাড়া আরো বলতে চাই সবাই চেষ্টা করবেন টিভির পর্দায় নাটকটি উপভোগ করার কারণ আমি চাই আবারো দেশে সেই সোনালী দিন ফিরে আসুক যখন পরিবারের সবাই এক সাথে বসে এঞ্জয় করতো বাংলা নাটক।" নাটকটিতে আরো অভিনয় করেন কায়েস চৌধুরী ও সাহানা আফরোজ সপ্না । প্রযোজক হিসেবে ছিলেনঃ মোহন আহমেদ । চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মিঠু মনির, সহকারী পরিচালনায় ছিলেন রায়হান আসাদ এবং আর্ট বিভাগ এ ছিলেন সাব্বির আহমেদ সোহাগ ।  নাটকটি এডিট এবং কালার এর কাজ করেছিলেন বাংলাদেশ এর অন্যতম সেরা এডিটর জেফরী খান। 

ছবিঃ নাটক অতঃপর 

পরিচালক সেরনিয়াবাত শাওন এই নাটক এর আগে আরো বেশ কিছু কাজ উল্লেখযোগ্য। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, "ঘর বন্ধু" নাটকটিতে অভিনয় করেছিলেন আফরান নিশো এবং তানজিন তীশা , কিছুদিন আগে মুক্তি পেয়েছিল "তালাচাবী" এবং এই নাটকটিতে অভিনয় করেছিলেন আফরান নিশো এবং মেহজাবীন।

অতঃপর নাটকটির ট্রেইলার নিচে দেয়া হলোঃ  

                 
      
রেডিও শহর প্রতিনিধি - মিলন হোসেন 

Post a Comment

أحدث أقدم