মালা বিক্রেতা থেকে এবার বলিউডের নায়িকা! | Monalisa Latest News

মালা বিক্রেতা থেকে এবার বলিউডের নায়িকা! | Monalisa Latest News


ভারতে চলতি বছরের মহাকুম্ভের মেলা এবার ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা। সেখানে পা রেখে রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন এক নারী! মূলত মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতেই যান তিনি, নাম মোনালিসা। ইতোমধ্যে এই নারীকে নিয়ে উত্তাল দেশটির নেটিজেনরা।
এর আগে মোনালিসাকে নিয়ে শোনা গেছে নানান জল্পনা। দক্ষিণের আল্লু আর্জুনের নায়িকা হওয়ার নাকি সুযোগ পেয়েছেন তিনি। এই জল্পনার মধ্যে এবার নতুন খবর, বলিউডে অভিষেক করতে যাচ্ছে মোনালিসা!

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির খবর এখনও পাকা না হলেও হিন্দি সিনে দুনিয়ায় মোনালিসার পা রাখা প্রায় নিশ্চিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন মহাকুম্ভের এই ভাইরাল স্টার।

সম্প্রতি পরিচালক খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে ঘুরে এসেছেন বলেও খবর পাওয়া গেছে। সেখান থেকে ছবি পোস্ট করেই সনোজ মিশ্র মোনালিসার বলিউড ডেবিউয়ের খবর দেন। জানা গেল, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই ছবির শুটিং শুরু হবে। তখনই যোগ দেবেন কুম্ভ মেলা থেকে ভাইরাল হওয়া সোশাল সেনসেশনও। 

পরিচালনার পাশাপাশি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির গল্পকারও সনোজ নিজেই।

Post a Comment

أحدث أقدم