কনসার্টে নারীদের সঙ্গে উদ্ভট আচরণ, কটাক্ষের মুখে উদিত | Latest News

কনসার্টে নারীদের সঙ্গে উদ্ভট আচরণ, কটাক্ষের মুখে উদিত | Latest News


আবারও সংবাদের শিরোনাম হলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। তবে কোনো ভালো কাজের কারণে নয়, তার উদ্ভট আচরণের জন্য! যার ফলে চরম কটাক্ষের শিকার হতে হচ্ছে এই জ্যেষ্ঠ গায়ককে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে পারফর্ম করছেন। তখন জনপ্রিয় এবং হিট গান 'টিপ টিপ বরসা পানি' গাইছিলেন গায়ক। আর তখনই অনেক নারী ভক্ত-শ্রোতারা তার মঞ্চের কাছে গিয়ে জড়ো হন। দূর থেকেই তারা সেলফি তোলার চেষ্টা করলে এ সময় নিজে থেকেই সেই নারী ভক্তদের কাছে এগিয়ে যান উদিত। গাইতে গাইতেই মাটিতে বসে নীচু হয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন।

কিন্তু এরপরই ঘটান সেই কাণ্ড। কয়েক নারী ভক্তের গায়ে হাত দিয়ে সেলফি তোলেন আর তারপরই তাদের গালে চুমু খেতে থাকেন। এমনকি এ সময় কোনো পুরুষ সেলফি তুলতে এলে বিশেষ পাত্তা দেননি তাদের।

ভিডিওর শেষে দেখা যায়, এক নারী উদিতের সঙ্গে সেলফি তুলতে এসেছেন। কিন্তু সেই নারী গায়ককে যখন চুমু খেতে যান তিনি উল্টে সেই নারীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন। বলা যায়, সুযোগ বুঝে চটপট একটা লিপ কিস সেরে ফেলেন উদিত নারায়ণ।

উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো 'ছিছিকার' পড়ে গেছে সামাজিক মাধ্যমে। এক ব্যক্তি লেখেন, 'বয়স তো কম হল না, এবার থামুন।' আরেকজন লেখেন, 'বুড়ো বয়সে কি ভীমরতি হয়েছে?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আশা করব এটা AI নির্মিত নয়। যদি বাস্তব হয় তাহলে যতটুকু যা সম্মান ছিল সব নিজেই নষ্ট করলেন।'

Post a Comment

নবীনতর পূর্বতন