||
সৈকতে মনোকিনিতে ধরা দিলেন মানুষী চিল্লার

সর্বশেষঃ

6/recent/ticker-posts

Header Ads Widget

সৈকতে মনোকিনিতে ধরা দিলেন মানুষী চিল্লার



২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন মডেল ও বলিউড অভিনেত্রী মানুষী চিল্লার। ওই একই বছর মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তিনি। অন্যান্য বিশ্বসুন্দরীদের মতো তিনিও অভিনয়ে জগতে পদার্পণ করেছিলেন। 


প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষীর ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না ভক্তরা। এবার বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর কিছু ছবি পোস্ট করেছেন। 


একদিকে যেমন সূর্যোদয় এবং সূর্যাস্তের ছবি মানুষকে মুগ্ধ করেছে তেমন অন্যদিকে লেকের ওপর সার্ফিং বোটের দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় মানুষীর ‘গার্ল গ্যাং’-কে। লেকের পেছনে পাহাড়ের অপরূপ দৃশ্য ছবিটির সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দেয়।



কালো ট্রান্সপারেন্ট বিকিনিতে মানুষীর সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। তবে শুধু অভিনেত্রী নন, তার বন্ধুদেরও নিঃসন্দেহে সুন্দরী বলা চলে। কালো সুইমিং স্যুট, যেদিকে মোটামুটি ট্রান্সপারেন্ট বলা চলে, সেটি পরে এক কথায় জলপরী লাগছিল অভিনেত্রীকে।



পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওয়াটার বেবি’। ছবিগুলোর মধ্যে একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি ধরা পড়েছে তেমন অন্যদিকে ধরা পড়েছে অভিনেত্রীর উষ্ণতা ছড়ানোর কিছু ছবি।


প্রসঙ্গত, বলিউডে মানুষী অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- তারিখ, তেহেরান, দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি, সম্রাট পৃথ্বীরাজ, অপারেশন ভ্যালেনটাইন এবং বারে মিয়া ছোটে মিয়া। অক্ষয় কুমার এবং জন আব্রাহামের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

Post a Comment

0 Comments

Radio Shohor LIVE

Live Segment

Posted by RADIO SHOHOR LIVE on Wednesday, 15 September 2021