||
দুনিয়ায় বোকা লোকের অভাব নেই, কাকে বললেন অমিতাভ

সর্বশেষঃ

6/recent/ticker-posts

Header Ads Widget

দুনিয়ায় বোকা লোকের অভাব নেই, কাকে বললেন অমিতাভ

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের বিচ্ছেদের গুঞ্জন নতুন নয়। গেল কয়েকমাস হল তা আরও তীব্র হয়েছে। প্রতিদিন আসছে ভিন্ন ভিন্ন খবর। যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অভিষেক-ঐশ্বরিয়া কিংবা দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

এসবের মাঝেই অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু কথা লিখেছেন, তা যেন আগুনে ঘি ঢেলেছে।


অমিতাভ বচ্চন লিখেছেন, ‘দুনিয়ায় বোকা লোকের অভাব নেই। তারা নিজেদের ভুল ঢাকতে অন্যকে নিয়ে মিথ্যা কথা ছাড়ায়।’






আর একটি টুইটে তিনি লিখেছেন, ‘মানুষ ব্যক্তিগত দুঃখ ঢাকতে নিজের সুবিধা মতো সবকিছুর অর্থ বের করে।’

যদিও এসব তিনি কার উদ্দেশে লিখেছেন সেটা পরিষ্কার করেননি। অনেকেই মনে করছেন, এটা সরাসরি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনকে কেন্দ্র করেই লেখা। মূলত যারা অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুজব ছাড়াচ্ছেন তাদের উদ্দেশ্য করে লিখেছেন অমিতাভ।


প্রসঙ্গত, ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বরিয়া। এক ছাদের নিচে কাটিয়ে দিলেন ১৭ বছর। তাদের সংসারে রয়েছে একটি কন্যা সন্তান। এরই মধ্যে উঠেছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। এই তারকা দম্পতির বিবাহিত জীবন শেষমেশ কোথায় গিয়ে পৌঁছবে, সেটা জানার অপেক্ষায় তাদের ভক্তরা। সূত্র: এনডিটিভি।

Post a Comment

0 Comments

Radio Shohor LIVE

Live Segment

Posted by RADIO SHOHOR LIVE on Wednesday, 15 September 2021