||
বড় দিনে ইউনুসের সম্প্রীতির বার্তা

সর্বশেষঃ

6/recent/ticker-posts

Header Ads Widget

বড় দিনে ইউনুসের সম্প্রীতির বার্তা


-রেডিও শহর ডেস্ক
 

বড়দিন উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, "আমরা মানুষ একই। আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে। সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে।তাহলেই বিভেদ দূর হবে।"


প্রধান উপদেষ্টা বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, "আজকের দিনে আপনাদের সঙ্গে দেখা হলো, এতে আমি খুব খুশি হয়েছি। আমরা ধর্মীয় সংহতি চাই। সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ শব্দ আমরা চাই না। এদেশে আমরা সবাই এক পরিবার। সবাই মিলে একত্রে থাকব—এটি আমাদের স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নের জন্য সবার এগিয়ে আসতে হবে।"


তিনি আরও বলেন, "নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না। আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে।"


ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, দ্য ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, বাংলাদেশ ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব ইগ্লাসিওস হেমন্ত কোড়াইয়া, এবং বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের প্রেসিডেন্ট ড্যানিয়েল নির্মল ডি’কস্তা।


আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিষ্টের জীবনী, আদর্শ ও শান্তির বাণী উল্লেখ করে বলেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অধ্যাপক ইউনূস দেশ পরিচালনার কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছেন। আপনার নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক—এটাই আমাদের প্রার্থনা।"


তিনি আরও বলেন, "আপনি জ্ঞানী, সৎ এবং বাংলাদেশের সবার আস্থাভাজন ব্যক্তি। আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। খ্রিস্টান সম্প্রদায় সবসময় আপনার পাশে থাকবে।"


বক্তারা খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য আন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান এবং উল্লেখ করেন যে, এ অর্থ দেশের বিভিন্ন চার্চে বণ্টন করা হয়েছে।


শুভেচ্ছা বিনিময়ের সময় অতিথিরা প্রধান উপদেষ্টাকে একটি বাইবেল উপহার দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। 

Post a Comment

0 Comments

Radio Shohor LIVE

Live Segment

Posted by RADIO SHOHOR LIVE on Wednesday, 15 September 2021